কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১

জেএসএস

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ আঞ্চলিক সংগঠন জেএসএসের (সন্তু লার্মার) এক সহযোগিকে আটক করেছে।

মঙ্গলবার (৯ আগষ্ট)ভোর প্রায় ৫টা ২০ মিনিটে কাপ্তাই ইউনিয়নাধীন চৌধুরীছড়ার বালুচর রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে তাকে আটক করে। আটক আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন(৪৩)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন।

ওসি জানান , কাপ্তাই ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙ্গাল হালিয়া ক্যাম্পের সেনা সদস্য ও কাপ্তাই থানা পুলিশ এর যৌথ একটা টিম কাপ্তাই চৌধুরীছড়া রিজার্ভ ফরেষ্ট এলাকার বালুচরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে একনলা একটি বন্দুক ও নগদ ২১ হাজার টাকাসহ উক্ত আনোয়ার হোসেনকে আটক করে। আটক আনোয়ার জেএসএসের একজন চাঁদা কালেক্টর বলে ওসি জানান । সে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএসের সশস্ত্র গ্রুপের নিকট পৌঁছায় বলে তিনি জানান।

তার বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে মঙ্গলবার বিকেলে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে জেএসএস রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, কাপ্তাইয়ে জেএসএস এর কোন সাংগঠনিক কার্যক্রম নেই।নিরাপত্তা বাহিনী কাউকে ধরলে তাদের জেএসএস বলে দাবি করেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram