হাটহাজারী উপজেলার রেলস্টশন এলাকায় তেলবাহী ট্রেনে কাটা পড়ে শাহাতাদ (৭)নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাটহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহাদাত স্থানীয় তালিমুল কোরআন নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণি ছাত্র। তার বাবার নাম মো. জসিম। তিনি একজন দিনমজুর। গ্রামের বাড়ি সিলেট হলেও কর্মসূত্রে ওই এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রুহুল আমিন বলেন,দুপুর দেড়টার দিকে ট্রেনের কাটা পড়ে শাহাদাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।সুরুতহাল রির্পোট তৈরি করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।