ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের অভিযান,পরিমাপে কম দেওয়ায় জরিমানা

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়া অভিযোগে দুই ফিলিং স্টেশন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসন।

সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরের ফিলিং স্টেশনগুলোতে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযানে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার জরিমানা করা হয়।এছাড়াও হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ২টি মামলায় ১ লাখ টাকা আদায় করা হয়।

চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram