মিরসরাই ট্রেন দূর্ঘটনায় আহত ৬ জনের মধ্যে তাসফির নামে আরেকজন মারা গেছেন।এ নিয়ে মিরসরাই ট্রেন দূর্ঘটনার ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টানা ছয় দিন আইসিইউতে ছিলেন তাসফির।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী জানান, মিরসরাই ট্রেন দূর্ঘটনায় আহত তাসফির ৬দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলো।তার অক্সিজেন স্যাচুরেশন ৮০ নিচে নেমে গিয়েছিল। এছাড়া দুর্ঘটনার সময় তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পায়। দিন দিন শারীরিক অবনতির কারণে তার জ্ঞান ফেরেনি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গত ২৯ জুলাই খৈয়াছড়া ঝর্ণা ঘুরে ফেরার পথে মিরসরাইয়ের বড়তাকিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন। তারা সবাই হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার ‘আর অ্যান্ড জে’ নামক একটি কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।