রক্ষণাবেক্ষণ কাজের কারণে কর্ণফুলী টানেলে টানা চার দিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশন থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ (জেট ফ্যান পরিষ্কার ও রোড মার্কিং) কাজের জন্য ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘পতেঙ্গা-টু-আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে যান চলাচল ‘আনোয়ারা-টু-পতেঙ্গা’ টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে চালু থাকবে।
এ সময় টানেলের উভয় প্রান্তে যানবাহনকে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেতু কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতার জন্য ব্যবহারকারীদের আগাম ধন্যবাদ জানিয়েছে।