জা‌বির ‘এ’ ইউ‌নি‌টের ভ‌র্তি প‌রিক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, এবার পরীক্ষায় মোট ৬১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী পাস করেন, যা মোট অংশগ্রহণকারীর ৫০ শতাংশ।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার জানান, পরীক্ষায় অংশ নেয়া মোট ৪১ হাজার ৫০ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯২৭ জন পাস করেছে। অপরদিকে, ২০ হাজার ৩৫১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৯৩ জন।

ছেলে ও মেয়েদের পৃথক মেধাতালিকায় ছেলের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ৪০ মার্কস ও মেয়েদের মধ্যে ৮৪ দশমিক ৪০ মার্কস পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান লাভ করেছেন।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে জাবির ‘এ’ ইউনিটের ফল দেখতে পারবেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram