‘১০০ জনে ৭০ জনই শূন্য করদাতা, তথ্যটি অবিশ্বাসযোগ্য’- অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী প্রতি ১০০ জন করদাতার মধ্যে ৭০ জনই শূন্য কর দিচ্ছেন—এমন দাবিকে অবিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “এই তথ্য খতিয়ে দেখা জরুরি। যারা এমন পরিসংখ্যান দিচ্ছেন, তাদের হিসাবেও গরমিল থাকতে পারে।”

বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেক প্রতিষ্ঠান কাগজপত্র জমা দেয় ঠিকই, কিন্তু সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে। অডিটরদের আরও আন্তরিকতা ও অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “১৮ লাখ রিটার্ন জমা পড়ার যে তথ্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এনবিআরের কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আর্থিক খাতের সংস্কার নিয়ে তিনি বলেন, “অনেকেই মনে করেন, এসব সংস্কার বিশ্বব্যাংক বা আইএমএফের চাপে হচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়। সরকারের নিজস্ব উদ্যোগেই এগুলো বাস্তবায়িত হচ্ছে। অডিটিং ও অ্যাকাউন্টিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্থিক প্রতিবেদন পরিষদের (এফআরসি) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বিদেশি বিনিয়োগ বাড়াতে অডিট ও হিসাব পরিচালনার পদ্ধতিকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram