চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত [১] দেখাতে বলা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর জন্য আগের দিন জারি করা সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে।
এছাড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের (৪৪-১৮৮ মিমি) সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং বড় শহরগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।