logo
ফটিকছড়িতে বিএনপির সভাপতিকে মারলেন যুবদল নেতা!
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভায় যুবদল নেতার হাতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বিষয়টিকে ‘সামান্য ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন। তাদের মতে, বড় দলে এমন প্রতিযোগিতা নতুন কিছু নয় এবং মাঝে মাঝে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

জানা গেছে, সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এয়াকুব শহীদ ও যুবদলের আহ্বায়ক নঈম উদ্দিনের মধ্যে পুরনো দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। একটি পূর্বনির্ধারিত আলোচনা সভায় তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, সদস্য সচিব মো. জহির আজম চৌধুরীসহ অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোচনা চলাকালে হঠাৎ কিছু নেতাকর্মী এসে গালাগাল শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় এয়াকুব শহীদকে বেদম মারধরের অভিযোগ ওঠে। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার বিষয়ে এয়াকুব শহীদ বলেন, ‘কিছু নেতাকর্মী দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু ও মাটি বিক্রির সঙ্গে জড়িত। আমি সেটি বন্ধের উদ্যোগ নেওয়ায় বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানালে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়েছে।’

অন্যদিকে যুবদলের আহ্বায়ক নঈম উদ্দিন দাবি করেন, ‘এয়াকুব শহীদ একটি পুরনো মামলার দোহাই দিয়ে ব্যবসায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। আমি তার এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ঘটনার সময় কারও আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি আমি জানি না।’

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, ‘এটি তেমন কোনো বড় ঘটনা নয়। বড় দলে মাঝে মাঝে এমন ভুল বোঝাবুঝি হয়েই থাকে। বিষয়টি আপাতত মীমাংসা হয়েছে।’

তবে স্থানীয় নেতাকর্মীরা জানান, সুয়াবিল ইউনিয়নে বিএনপির মধ্যে দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক স্বার্থে বিভক্ত রয়েছে। মাঝে মধ্যেই এ ধরনের উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’