চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ফজিলাতুন্নেছা (৭১) আগে থেকেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন।
আজ শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, বাকলিয়ার বাসিন্দা ফজিলাতুন্নেছা করোনা পজিটিভ শনাক্তের পর গত মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এপিক হেলথ কেয়ারে ২ জন, শেভরনে ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২ জনে, এ পর্যন্ত মারা গেছেন ২ জন।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর হয়। তিনি অস্ত্রোপচার পরবর্তী জটিলতা ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন।