মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, চট্টগ্রামে ভুয়া ডিবি গ্রেপ্তার

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারকচক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (পশ্চিম)।

মঙ্গলবার (৪ জুন) সকালে পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

সিএমপির গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ গত ১৯ মে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি জানান, তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘চট্টগ্রাম ডিবির প্রধান’ পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে ইউসুফ নিজেও ওই নম্বরে কল করলে তাকেও ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা পাঠাতে বলা হয়।

ভুক্তভোগী ইউসুফ বিকাশে কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা পরিশোধ করেন। এরপর আরও টাকা চাওয়া হলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ডিবি কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোয়েন্দা বিভাগ। তারা আরও কয়েকজন ভুক্তভোগীর খোঁজ পান, যারা একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব প্রতারণার কথা স্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, তার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে ‘ডিবি পরিচয়ে’ ভয় দেখিয়ে টাকা আদায় করত।

ডিবি (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, ‘এই ধরনের প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত নম্বর থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে সেটি যাচাই না করে বিকাশে বা অন্য মাধ্যমে অর্থ পাঠানো উচিত নয়।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram