বাবাকে নিয়ে সন্তানের অনুভূতি

বাবা হলেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আমাদের প্রথম গুরু, আমাদের প্রথম বন্ধু। বাবার হাতটাই পৃথিবীর সব থেকে নিরাপদ ও বিশ্বস্ত হাত। তিনি সুখে দুঃখে সব সময় বাবাকে অনেক মিস করি।

তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো বাবা তোমার শিক্ষণীয় জীবনটাকে নিয়ে। তোমার আদর্শ নিয়ে বেঁচে আছি বাবা। আজকে তোমাকে অনেক মিস করি বাবা। তুমি একা ছিলে বাবা, আর তুমি রেখে গেছো আমাদের তিন ভাই চার বোনকে।

আজকে তোমার সন্তানেরা অনেক ভালো আছে। আল্লাহ পাক তোমার সন্তানকে অনেক কিছু দিয়েছে বাবা শুধু তুমি নেই, বাবা তোমার অভাব কাউকে বুঝতে দেইনি, বাবা আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। তোমার দোয়া নিয়ে বাকি জীবনটাও চেষ্টায় করে যাবো।

সবার জন্যতো আমি আছি। কিন্তু জানো বাবা কেনো জানি আমার নিজেকে একা একা লাগছে। তোমরা আমার জন্য দোয়া করিও, তোমাদেরই দোয়া আমার জন্য শক্তি। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ।

মানুষের জীবনে একজন বাবার ভূমিকা অপরিসীম। তিনি শুধুমাত্র জন্মদাতাই নন, বরং তিনি সন্তানের জীবনের পথপ্রদর্শক, অভিভাবক এবং অটুট সমর্থনের মূর্ত প্রতীক। জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি লড়াই ও সংগ্রামে সবার আগে যে মানুষটি পাশে দাঁড়ায়, তিনি হলেন একজন বাবা।

শৈশবে, যখন আমরা পৃথিবীর অজানা রহস্য উন্মোচন করতে শুরু করি, তখন বাবার স্নেহময় স্পর্শ ও উৎসাহের কাছে আমরা আশ্রয় খুঁজে পাই। তার সুরক্ষাময় ছত্রছায়ায় আমরা নির্ভয়ে এগিয়ে যাই, নতুন জিনিস শিখি, নতুন অভিজ্ঞতা অর্জন করি।

বীর মুক্তিযুদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ছাবিউল হক মৃত্যু গত ১লা জুন ২০২১ সালে ঠিকানা সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা ছাবিউল হক হাউজ মৃত্যুর কারন।

২০০১ সালের জুন মাস ১ তারিখ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ নৌ রোডে লন্স একসেন্ট হয়ে সন্দ্বীপের অসংখ্য মানুষ মৃত্যু বরণ করেন তার মধ্যে এই সেনা কর্মকর্তা ও মারা যায়।

শোকার্থে
মো: মনির উদ্দীন রানা।
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) চট্টগ্রাম উত্তর জেলা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram