চ্যাটজিপিটির তৈরি ভুয়া মামলার তথ্য আদালতে জমা দেওয়ায় যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক আইনজীবীকে শাস্তি দিয়েছে স্থানীয় আপিল আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও স্থানীয় মাধ্যম এবিসিফোর-এর প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী রিচার্ড বেডনার একটি মামলার আপিলে এমন কিছু নথি দাখিল করেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটির সহায়তায় প্রস্তুত করা হয়েছিল। ওই নথিতে কয়েকটি এমন মামলার উল্লেখ ছিল, যার কোনো বাস্তব অস্তিত্বই নেই—যেমন “রয়্যার বনাম নেলসন” নামে একটি মামলার রেফারেন্স, যা কোনো ডেটাবেজে পাওয়া যায়নি, শুধু চ্যাটজিপিটিতে পাওয়া গেছে।
বিপক্ষের আইনজীবী নথির ভুল রেফারেন্সগুলো চিহ্নিত করার পর আদালত বিষয়টি আমলে নেয়। শুনানিতে বেডনার ও তার সহকারী আইনজীবী ডগলাস ডারবানো স্বীকার করেন, তারা চ্যাটজিপিটির সাহায্যে আবেদনপত্র প্রস্তুত করেছেন এবং যাচাই না করেই তা জমা দিয়েছেন।
আদালত বেডনারকে কয়েকটি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—বিপক্ষের আইনজীবীর খরচ পরিশোধ, নিজের মক্কেলকে আবেদন প্রস্তুতির খরচ ফেরত দেওয়া এবং জরিমানা হিসেবে স্থানীয় আইনি সহায়তা সংস্থা ‘অ্যান্ড জাস্টিস ফর অল’-এ এক হাজার ডলার অনুদান প্রদান।
আদালতের মন্তব্য, “আইনজীবীরা গবেষণার জন্য এআই ব্যবহার করতেই পারেন, তবে নথির সত্যতা যাচাইয়ের পূর্ণ দায় তাঁদের ওপরেই বর্তায়। এ ক্ষেত্রে সেই দায়িত্বে ব্যর্থ হয়েছেন বেডনার।”