সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ, অনিয়ম-দুর্নীতির তদন্তে ইউজিসি

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. ফারুককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়।

রবিবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ এর সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. মোজাম্মেল হককে ‘অন্যায়ভাবে’ অপসারণ এবং তার স্থলে শরীফ আশরাফুজ্জামানকে নিয়োগ ঘিরে চলছে বিতর্ক। শরীফের বিরুদ্ধে সনদ জালিয়াতিসহ একাধিক অভিযোগ রয়েছে। আদালতে এসব বিষয়ে একাধিক মামলা চলমান।

ভিসি অপসারণ, মালিকানা দ্বন্দ্ব, জাল সনদ ইস্যু এবং রাজনৈতিক প্রভাবকে ঘিরে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। অব্যাহতিপ্রাপ্ত ভিসি মোজাম্মেল হক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চারজন সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।

ইতোমধ্যে ইউজিসি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া থেকে বিরত থাকতে সতর্কবার্তা জারি করেছে।

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram