চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ঘুমন্ত বড় ভাইকে হত্যা করে লাশ নিয়ে পালানোর সময় স্ত্রীসহ ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে চান্দগাঁও আবাসিকের বিব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- রাউজান নোয়াপাড়া এলাকার বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসরত মৃত জালাল আহমেদের ছেলে মো. জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম প্রকাশ ওহি (২৬)।
এর আগে একইরাতে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি, রোডেট ৪র্থ তলার নিজ বাসায় মো. সাহেদ (৩৫)-কে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করেন তার আপন ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তারা বড় ভাইকে হত্যার পর লাশ নিয়ে গ্রামের বাড়িতে পালানোর চেষ্টা করেছিল।