চট্টগ্রামে ভুয়া যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ ভুয়া ওষুধ, উৎপাদন সরঞ্জাম ও মেশিনসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এই কারখানাটি সনাক্ত করে। অভিযানের সময় কারখানা থেকে বিদেশি ওষুধের নকল প্যাকেট, খালি ক্যাপসুল শেল এবং ওষুধ তৈরির মেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কারখানার কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুলগাঁওয়ের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, উৎপাদনযন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, আমরা ধারণা করছি চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ভুয়া ওষুধ তৈরি করে আসছিল।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram