যুক্তরাষ্ট্রে গিয়ে পদ ছাড়লেন পদ্মা অয়েলের এমডি!

যুক্তরাষ্ট্রে গিয়ে দীর্ঘদিন অনুপস্থিতি ও বোর্ড সভায় অংশগ্রহণ না করার পর অবশেষে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সোবহান পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার স্থলে নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. মফিজুর রহমান।

শনিবার (১৭ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন কার্যকর করা হয়। আদেশে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. মফিজুর রহমান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন এবং তিনি বিপিসি সচিবের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রকৌশলী আবদুস সোবহান ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান, যেখানে তার স্ত্রী বসবাস করেন। স্ত্রী’র অসুস্থতার কথা উল্লেখ করে ছুটি নিলেও নির্ধারিত সময় শেষে তিনি দেশে ফেরেননি এবং কর্মস্থলেও যোগ দেননি।

১৩ মে অনুষ্ঠিত পদ্মা অয়েলের বোর্ড সভায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লা খান জানতে চান এমডি কোথায় রয়েছেন। উত্তরে কোম্পানি সচিব আলী আবছার জানান, তিনি এখনো দেশের বাইরে ছুটিতে আছেন। বিষয়টি নিয়ে বোর্ডে ব্যাপক আলোচনা হয়।

এরপরদিন, ১৪ মে, তিনি যুক্তরাষ্ট্র থেকে ইমেইলের মাধ্যমে বিপিসি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠান।

প্রসঙ্গত, আবদুস সোবহানের বিরুদ্ধে এলপি গ্যাস ও বিটুমিন বিপণন কার্যক্রমে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram