চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গর্ব করতে পারে বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘একটি পুরস্কার আমি পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায়, আরেকটি গ্রামীণ ব্যাংকের জন্য, যার জন্মও হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকেই।’
বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে ড. ইউনূস বলেন, ‘বর্তমান অর্থনীতি হলো ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি নয়। আমরা একটি ব্যবসাকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি, যা আত্মঘাতী—এটা টিকবে না। আমাদেরকে নতুন সভ্যতা গড়তে হবে।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ‘১৯৭২ সালে আমি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিই। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় মানুষের দুঃখ-কষ্ট দেখে তাদের জন্য কিছু করার চিন্তা থেকেই ক্ষুদ্রঋণের ধারণা আসে। তখন কখনো ভাবিনি, এর জন্য একদিন নোবেল পুরস্কার পাব।’
গবেষকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণার জন্য নিয়োজিত নই। আমাদের দায়িত্ব বিশ্বকে নতুন করে সাজানো। যদি এই লক্ষ্য না থাকে, তবে তা হবে গন্তব্যহীন গবেষণা।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে। আমার ধারণাই সঠিক, এমন দাবি করছি না। প্রত্যেকের উচিত নিজের কল্পনায় একটি সুন্দর সমাজ, সংসার, শিক্ষাব্যবস্থা বা বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখা এবং সেই অনুযায়ী কাজ করা।’