স্বামীসহ কারাগারে আওয়ামী লীগ নেত্রী জিন্নাত সোহানা

গ্রেপ্তারের পর স্বামীসহ কারাগারে পাঠানো হয়েছে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরীকে ।

মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, জিন্নাত সোহানা ও তার স্বামী মোহাম্মদ এমরানের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, সোমবার গভীর রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জিন্নাত সোহানা আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বিজিএমইএর সদস্য ছিলেন। এছাড়া তিনি ফারমিন গ্রুপ নামক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার স্বামী মোহাম্মদ এমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram