চট্টগ্রা‌মে ৩৮ শতাংশ বাড়‌ছে পা‌নির দাম

চট্টগ্রা‌মে আবারও দাম বাড়‌ছে ওয়াসার পা‌নির।আবা‌সিক ক্ষে‌ত্রে বাড়‌ছে ৩৮ শতাংশ ও বা‌ণি‌জ্যিক ক্ষে‌ত্রে ১৬ শতাংশ।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, প্রতি ইউনিট পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা দিতে হবে।

আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৫ টাকা ও বাণিজ্যিকে ৫ টাকা ১৮ পয়সা দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

অর্থাৎ, আবাসিকে পানির দাম ৩৮ শতাংশ এবং বাণিজ্যিকে ১৬ শতাংশ বাড়ছে। এর আগে গত জানুয়ারি মাসে পানির দাম বাড়ানো হয়।

বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।২০০৯ সালে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম নেওয়া হতো ৫ টাকা ৪১ পয়সা, বাণিজ্যিকে ১৫ টাকা ৩২ পয়সা।

২০১৪ সালে আবাসিকে পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা, বাণিজ্যিকে ১৯ টাকা ৫৯ পয়সা। ২০২০ সালে আবাসিকে পানির দাম ১২ টাকা ৪০ পয়সা, বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা নেওয়া হয়। ২০২২ সালে এসে আবাসিকে ১৩ টাকা ও বাণিজ্যিকে ৩১ টাকা ৮২ পয়সা পানির দাম নেওয়া হচ্ছে।
জানা গেছে, আবাসিকে পানির দাম ১৮ টাকা ও বাণিজ্যিকে ৫০ টাকা করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে আবাসিকে পানির দাম বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়ে বাণিজ্যিকে দাম ৩৭ টাকা নির্ধারণ করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানির উৎপাদন খরচ বেড়ে গেছে। ২০২৩ সাল থেকে ঋণের টাকাও পরিশোধ করতে হবে। তাই পানির দাম বাড়াতে হয়ে‌ছে।সেপ্টেম্বর মাস থেকে এই দাম কার্যকর হচ্ছে ব‌লেও জানান তি‌নি।

 

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram