চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে।
গত ৮ মে (বৃহস্পতিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত চুয়েট সিন্ডিকেটের ১৩৮তম সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত নম্বর ১৩৮/২২ ও ১৩৮/২৩) অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়েছে।
নাম পরিবর্তনের ফলে ‘বঙ্গবন্ধু হল’-এর নতুন নাম হয়েছে ‘কবি কাজী নজরুল ইসলাম হল’ এবং ‘শেখ রাসেল হল’-এর নতুন নাম হয়েছে ‘শহীদ আবু সাঈদ হল’।
বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।