logo
প্রেমিকার বাসায় পরকিয়া করতে গিয়ে খুন!
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকায় প্রেমিকার বাসায় পরকীয়া করতে গিয়ে রনজিৎ দত্ত নিলক (৫৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনার দুইদিন পর পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে। হত্যাকাণ্ডে জড়িত প্রেমিকা ও তার কথিত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ১১ মে রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ৯ মে বিকেলে রনজিৎ তার পরকীয়া প্রেমিকা রুনা আক্তারের বাসায় যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুনা ও তার স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে মিজান (৫০) তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। পরে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পাশের একটি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরদিন ১০ মে সকাল সাড়ে ৮টার দিকে এক পথচারীর ফোন পেয়ে পুলিশ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের ছবি সিএমপির বিভিন্ন থানায় পাঠানো হলে নিহতের পরিবার থানায় এসে রনজিৎ দত্ত নিলক হিসেবে মরদেহ শনাক্ত করে।

নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার (৪৯) ১০ মে ডবলমুরিং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস একটি হত্যা মামলা।

ডবলমুরিং থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় লাশ উদ্ধারের মাত্র ৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হয়। ১০ মে রাত ১১টার দিকে পাহাড়তলী এলাকা থেকে প্রেমিকা রুনা আক্তার ওরফে পিংকি ওরফে বিলু (৩৫) কে গ্রেপ্তার করা হয়। পরদিন তার স্বামী ইব্রাহীম খলিলুল্লাহকে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত রনজিতের সঙ্গে রুনার দীর্ঘদিনের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি প্রায়ই রুনার বাসায় যেতেন।