আইন ছাত্রফোরামের নেতার সাথে বঙ্গবন্ধু ল’টেম্পল নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক এম আবু ফয়েজকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রাম ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার বি.বি ল টেম্পল চট্টগ্রাম শাখার কাজী মো. ফোরকান উদ্দীন নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এম আবু ফয়েজকে উষ্ণ অভ্যর্থনা জানান নেতৃবৃন্দ। এসময় বিবি ল টেম্পল চট্টগ্রাম শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ‍উপস্থিত ছিলেন, মো. বদরুল আলম পাঠান, জুয়েল মো. বিল্লাল, মো. মহসিন, মো. সাগর আলী, সাজ্জাদ হোসেন এবং মো. এরফানুল হক সোহেল প্রমুখ ।

এ সময় এম আবু ফয়েজ বলেন, “তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও নেতৃত্বের মানসিকতা বিকাশের জন্য এই ধরনের সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নেতাকর্মীদের সাথে দলের সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং জাতীয় ও স্থানীয় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শিক্ষার্থীদের মধ্যে আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram