শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিনের ছুটি

আসন্ন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি শুরু হবে ১ জুন এবং শেষ হবে ১৯ জুন।

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে ঈদের আগে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদুল আজহার সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লিখিত দুটি শনিবার খোলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram