রেডিসনে তিনদিনব্যাপী ঈদুল আজহা ফেস্ট শুরু ১৫ মে

জুহি চৌধুরী

চট্টগ্রামের রেডিসন ব্লুতে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ঈদুল আজহা ফেস্ট-২০২৫। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে এই উৎসব, যা অনুষ্ঠিত হবে রেডিসনের মেজবান হলে।

এই মেগা ইভেন্টের আয়োজক ‘মেকাপ শেকাপ বাই জুহি চৌধুরী’। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘রূপা ফ্যাশনস’। প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন উদ্যোক্তা ও ব্র্যান্ড। থাকছে ৬০টিরও বেশি স্টল, যেখানে নারী-পুরুষ উভয়ের জন্য দেশি ও বিদেশি পোশাক ও অন্যান্য ফ্যাশন পণ্যের সমাহার থাকবে।

ইভেন্টটির সহযোগী হিসেবে রয়েছে সেলুন পার্টনার বিউটি বাফেট বিউটি সেলুন, স্কিনকেয়ার পার্টনার হামানদিস্তা, বিউটি পার্টনার স্কিনকেয়ার প্রোডাক্টস মিতা রহমান, মেকাপ পার্ট ফ্রেন্টিকা, ইভেন্ট পার্টনার – এক্টিভ ইভেন্ট ওয়েডিং প্ল্যানিং ফটোগ্রাফি পার্টনার তাসবির, ডেলিভারি পার্টনার আবদার। এছাড়াও ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে থাকছে টপ-নচ ডিজিটাল, বেভারেজ পার্টনার সান-কুইক, সিনেমাটোগ্রাফি পার্টনার মাস্টার অব চট্টগ্রাম।

আয়োজক জুহি চৌধুরী জানান, “চট্টগ্রামের মানুষকে ঈদের আনন্দে সম্পৃক্ত করতেই এই আয়োজন। ঢাকার ও চট্টগ্রামের উদ্যোক্তাদের অংশগ্রহণে এই ফেস্টিভ্যালে থাকবে পোশাক, গহনা, মেকআপ, স্কিনকেয়ার, ফুড ও লাইফস্টাইল পণ্যের সমারোহ। এটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনও এন্ট্রি ফি লাগবে না।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram