ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জি-৭ জোট। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ শুরুর জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দেন।
রুবিও বলেন, ‘উত্তেজনা হ্রাসে উভয় দেশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে পারস্পরিক সংলাপের মাধ্যমেই সমাধান খুঁজে পাওয়া উচিত।’
এদিকে, জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরাও এক বিবৃতিতে দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, ‘আরও সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।’
সম্প্রতি কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ হিন্দু পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই দুই দেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে।
ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানের মাধ্যমে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুন্ইয়ানুম মারসুস’ চালু করে এবং ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায়।