চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বাকলিয়া এলাকার একটি ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার ও ৩০ রাউন্ড গুলি।
ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে এসব পিস্তল লুট করা হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।