জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, সমাজ পরিবর্তনের প্রত্যয়ে উদ্বুদ্ধ তরুণেরা বিশ্বাস করেন রাজনৈতিক অধিকার কোন দান নয়। এটি মানুষের মৌলিক অধিকারের ন্যায়। ফ্যাসিষ্টমুক্ত প্রিয় বাংলাদেশে তরুণ সমাজ নব উদ্যমে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেন প্রতিটি মানুষ নিজ ভোটাধিকারের ব্যাপারে সচেতন হন।
তিনি আজ ৬ মে (মঙ্গলবার) বিকাল ৫ টায় ৫ নং মোহরা ওয়ার্ডস্থ কামাল বাজার এলাকায় আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক, পথচারী, দোকানদার ও কর্মজীবি মানুষ থেকে শুরু করে তরুণ এলাকাবসীর হাতে হাতে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশটা এতদিন হায়েনারা লুটেপুটে খেয়ে শেষ করে ফেলেছে। বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াসে এই লুঠেরা বিদায় নিয়েছে। আমাদের এই ঐক্য শক্তভাবে ধারণ করতে হবে। যাতে কোন অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। এ ব্যাপারে তরুণ সমাজকে সজাগ থাকতে হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের এগিয়ে আসতে হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টাচার্য, গুলজার হোসেন সাবেক আহবায়ক চান্দগাও থানা, জমির আহমেদ মানিক, জহিরুল ইসলাম, সাইদুল হক সিকদার, মোরশেদ কামাল, ৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বকর বাবু, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বাবলু, ইঞ্জিনিয়ার আফতাব, সুব্রত, মাসুদ আলম, সাইফুল ইসলাম, শাকিল চৌধুরী, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সাবের আহমেদ ইউসুফ আলী লিটন, ফরহাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন আব্দুর রহমান থানা যুবদলের সদস্য ইলিয়াস, ইয়াসিন, জামাল, জালাল, রুবেল মন্সী, যুবদল নেতা মঈনুল আলম ছোটন, মনসুর আলম, সাইফুদ্দিন মানিক, আনিসুর রহমান ইমন, রিয়াজুদ্দিন, রবিউল হোসেন, রুকন, রুবেল বায়োজিদ সহ নেতৃবৃন্দ।
ক্যাপশান: ৫ নং মোহরা ওয়ার্ডের কামাল বাজার এলাকায় লিফলেট বিতরণ করছেন মুহাম্মদ শাহেদ সহ নেতৃবৃন্দ।