জঙ্গল সলিমপুরে জেলা প্রশাস‌নের অ‌ভিযান,১৭৫ স্থাপনা উ‌চ্ছেদ

জঙ্গল স‌লিমপুর এলাকায় সরকা‌রেরমা স্টারপ্ল্যান বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চা‌লি‌য়ে ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার কর‌ছে।

আজ বিকেল আড়াইটার দি‌কে জংগল সলিমপুর ও আলীনগর এলাকায় এক‌যো‌গে প্রশাসক চট্টগ্রাম এবং পুলিশ সুপার চট্টগ্রামের উপস্থিতিতে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ঐতিহাসিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

উচ্ছেদের সময় আলীনগরে সরকারি জমিতে ইয়াসিনের নির্মিত অফিস, ঘর এবং তার বিশেষ টর্চার সেল গুড়িয়ে দেয়া হয়।প‌রে উচ্ছেদে উদ্ধারকৃত জায়গায় জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আওতায় প্রস্তাবিত বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার,স্পোর্টস ভিলেজ,সাফারি ও ইকোপার্ক,র‍্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পর সাইনবোর্ড স্থাপন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, চট্টগ্রাম এস এম রশিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, বদিউল আলম, উপ-পরিচালক, চট্টগ্রাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুন্ড মোঃ আশরাফুল আলম,নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এ মং মারমা এবং তানভীর চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল আশরাফুল করিম, অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ সহ ৭০ জন পুলিশ, ৪০ জন র‍্যাব ও ৬০ জন আনসার সদস্য।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram