কনের বিয়ের আসরে বউ হলেন মা!

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে বিয়ের আসরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। কনের বদলে বরকে বিয়ে করিয়ে দেওয়া হলো কনের ৪৫ বছর বয়সী বিধবা মাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল শামলি জেলার ২১ বছর বয়সী মানতাশার। গত ৩১ মার্চ নির্ধারিত ছিল বিয়ের দিন।

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু কাজী যখন বিয়ের সময় কনের নাম বলেন ‘তাহিরা’, তখনই সন্দেহ হয় বর আজিমের। কনের নাম তো মানতাশা হওয়ার কথা! তবে সে সময় কিছু না বলেই পরিস্থিতি সামাল দেন তিনি। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ঘোমটা তোলার পর আজিমের চমকে ওঠার পালা—নিজের পছন্দের কনে নয়, বিয়ে হয়েছে তার মায়ের সঙ্গে!

আজিম জানান, পুরো বিষয়টি ছিল পরিকল্পিত প্রতারণা। কনের পরিবর্তে বিয়ের আসরে বসেন তার মা তাহিরা। আজিমের দাবি, এই প্রতারণার পেছনে ছিল তার ভাই নাদিম ও ভাবি সাইদা। তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, বিয়েতে রাজি না হলে তাকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল বলে দাবি করেন আজিম। বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

তবে ব্রহ্মপুরির সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানিয়েছেন, পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আজিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এবং আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram