logo
হাতকড়াসহ হাসপাতাল থেকে পালানো সন্ত্রাসী কাটা রফিক গ্রেপ্তার
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী কাটা রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়ায় সৎবোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পাঁচলাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।

পুলিশ জানায়, পালানোর পর কাটা রফিক নিজ এলাকায় না গিয়ে পেকুয়ার বাইন্যাখালি ২ নম্বর ওয়ার্ডের আসাদ আলী ফকিরের বাড়িতে আশ্রয় নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে নজরদারিতে রেখে সন্ধ্যায় গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

এর আগে, ১৬ মার্চ কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত অবস্থায় কাটা রফিক গ্রেপ্তার হয়। সে সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। তাকে পাহারায় ছিলেন সিএমপির দুই পুলিশ সদস্য। তবে ১৬ এপ্রিল সন্ধ্যায় কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় একাধিক খুন, ধর্ষণ ও ডাকাতি মামলার এই আসামি। এতে পুলিশের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়।

পালিয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে জানা যায়, কালারমারছড়ার কুখ্যাত সন্ত্রাসী জিয়াউর রহমান জিয়ার সহায়তায় রফিক পালাতে সক্ষম হয়। জিয়া নিজেও বহু মামলার আসামি, যিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য—কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে বরখাস্ত করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “২৪ ঘণ্টারও কম সময়ে কাটা রফিককে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হয়েছে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে এই অভিযান সফল হয়েছে।”