নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ও নগদ টাকাসহ মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার ঘটে।
গ্রেপ্তার রাসেল চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের আহমদ নুরের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০ টি চোরাই মোবাইল ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল কে গ্রেপ্তার করা হয়।রাসেল চোরাই মোবাইল চক্রের সদস্য বলে জানা গেছে।