চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় স্ত্রী জেসমিন বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. ফরহাদ ও তার সহযোগী মো. সেলিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে পৃথক ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন।
২০১৮ সালে প্রেমের সম্পর্ক থেকে ফরহাদ ও জেসমিনের বিয়ে হয়। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর জেসমিন নিখোঁজ হন। পরে তার লাশ চট্টগ্রামের হারবাতলী এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয়। হত্যার পরপরই ফরহাদ ও সেলিম গ্রেপ্তার হন এবং আদালতে হত্যার দায় স্বীকার করেন।
আদালত সূত্রে জানা যায়, কাবিননামা ও পারিবারিক ঝামেলার জেরেই হত্যাকাণ্ড ঘটানো হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।