চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় স্ত্রী জেসমিন বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. ফরহাদ ও তার সহযোগী মো. সেলিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে পৃথক ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন।

২০১৮ সালে প্রেমের সম্পর্ক থেকে ফরহাদ ও জেসমিনের বিয়ে হয়। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর জেসমিন নিখোঁজ হন। পরে তার লাশ চট্টগ্রামের হারবাতলী এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয়। হত্যার পরপরই ফরহাদ ও সেলিম গ্রেপ্তার হন এবং আদালতে হত্যার দায় স্বীকার করেন।

আদালত সূত্রে জানা যায়, কাবিননামা ও পারিবারিক ঝামেলার জেরেই হত্যাকাণ্ড ঘটানো হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram