ভুলে এক কিলোমিটার সড়কের পিচ তুলে ফেললেন ঠিকাদার!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নির্ধারিত রাস্তার পরিবর্তে ভুল সড়কে সংস্কার কাজ শুরু করে এক কিলোমিটার পাকা রাস্তার পিচ তুলে ফেলেছেন এক ঠিকাদার। কাজ শেষে ভুল বুঝতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যান শ্রমিকরা।

ঘটনাটি ঘটেছে চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাবুল মার্কেট থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে। রাস্তার দুই পাশের পিচ খুঁড়ে ফেলায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় পথচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, এলজিইডির বরাদ্দ পাওয়া কথা জানিয়ে গত রোববার সকালে ঠিকাদারের লোকজন রাস্তায় খোঁড়াখুঁড়ি শুরু করেন। প্রায় এক কিলোমিটার পিচ তুলে ফেলার পর তাঁরা বুঝতে পারেন, এটি প্রকল্পের আওতাভুক্ত সড়ক নয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ পেলে তাঁরা সড়ক সংস্কারের প্রকৃত অবস্থান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

মোল্লা মার্কেট যুব সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, “এলজিইডির এমন দায়িত্বহীনতায় আমরা হতবাক। একটা চলমান ভালো রাস্তা কীভাবে ভুল করে খুঁড়ে ফেলা হয়!”

বিষয়টি স্বীকার করেছেন উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরীফ মোহাম্মদ নুর ইসলাম। তিনি বলেন, “মূলত চর ওয়াপদা ইউনিয়নের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট সড়কে কাজের জন্য টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার ভুল করে অন্য রাস্তায় কাজ শুরু করেন। পরে ভুল বুঝে কাজ বন্ধ করেন এবং মোবাইল বন্ধ রেখে এলাকা ত্যাগ করেন।”

এ ঘটনার পর সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা জানান, “ঠিকাদার ও এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত সড়কটি মেরামত করা হয়।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram