দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশা প্রকাশ করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে নতুন বোরো ধানের চাল আসলে চালের দাম দ্রুতই কমে আসবে।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়েছে। তবে দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন চাল যেমন নাজিরশাইল বা মিনিকেট—এগুলো মূলত বোরো মৌসুম থেকেই আসে।”

তিনি আরও বলেন, “এ বছর আবহাওয়া এবং বিদ্যুতের অবস্থা ভালো ছিল। সারের সরবরাহও ছিল যথাযথ। আল্লাহর রহমতে ফসলে বরকত আসবে বলেই আমরা আশা করছি। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।”

চালের দাম স্থিতিশীল রাখতে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “কৃষিপণ্য একটি গতিশীল বিষয়। তবে আমরা সব পণ্যের ওপর তীক্ষ্ণ নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিচ্ছি।”

এ সময় ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করলে দুই দেশের বাণিজ্য বিষয়ক আলোচনা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটিই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হবে।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram