বালুবাহী গাড়ি থেকে চাঁদা দাবি, ছাত্রদল নেতার অডিও ভাইরাল

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ‘গাড়ি প্রতি ৫০০ টাকা’ চাঁদা দাবি করেছেন ছাত্রদল নেতা একরাম চৌধুরী—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে একরামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠন।

একরাম ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক। ১২ এপ্রিল তার বিরুদ্ধে নোটিশ জারি করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। এতে সংগঠনের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী স্বাক্ষর করেন।

নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একরামকে ৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ভাইরাল অডিও ক্লিপে শোনা যায়, একরাম ও এক বালু ব্যবসায়ীর মধ্যে চাঁদার পরিমাণ নিয়ে দর-কষাকষি চলছে। একরাম বলেন, “গাড়ি প্রতি ৫০০ টাকা দিতে হবে,” এবং আরও বলেন, “আমি একা নই, সিন্ডিকেট আছে।”

বিপরীতে ব্যবসায়ী জানান, তারা বৈধভাবে দরপত্রে অংশ নিয়ে ব্যবসা করছেন এবং এতদিন ২০০ টাকা করে দিয়েছেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে একরাম হুঁশিয়ারি দেন, “চাইলেই গতরাতের সব গাড়ি আটকাতে পারতাম।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন একরাম। তিনি বলেন, “ওই অডিওটি আমার নয়। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে এসব করা হচ্ছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।”

নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি এবং লিখিত ব্যাখ্যা দিচ্ছি।”

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেওয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram