জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন গণতন্ত্রে ফেরা: গিয়াস কাদের চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শহীদদের স্বপ্ন পূরণে এবং জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া জরুরি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্ভাবনার যে কথা বলেছেন, সেটিকে রোডম্যাপ হিসেবে ধরে প্রস্তুতি নিতে হবে।

১৩ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ অনেকে।

গিয়াস কাদের বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত মূলনীতিই সঠিক পথ।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কিছু ভালো উদ্যোগ, যেমন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও মেধাবীদের দেশে ফিরিয়ে আনা— এসব কাজ ভবিষ্যতেও ধরে রাখতে চায় বিএনপি।

প্রধান উপদেষ্টা ইউনূসের ভারত ও চীন সফরের প্রশংসা করে তিনি বলেন, এতে দেশের মর্যাদা বেড়েছে। জনগণ গণতন্ত্রে ফিরতে চায়, আর সেই লক্ষ্যে জরুরি সংস্কার শেষে নির্বাচনই হতে পারে সমাধান।

শেষে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, বিএনপি তাদের ত্যাগ বৃথা যেতে দেবে না। দেশের প্রশ্নে সবাই এককাতারে আসতে পারে, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ তা প্রমাণ করেছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram