গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শনিবার (১২ এপ্রিল) আয়োজিত এ গণজমায়েত থেকে পাঠ করা ঘোষণাপত্রে যুদ্ধবিরতির পরিবর্তে গাজায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্রটি পাঠ করেন। এতে জাতিসংঘ, মুসলিম উম্মাহ, বাংলাদেশ সরকার এবং সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে চারটি স্তরে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবিসমূহ:
ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা

যুদ্ধবিরতির বদলে গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ

১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনের ভূমি ফিরিয়ে দেওয়া

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি

ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নিশ্চয়তা

মুসলিম উম্মাহর প্রতি আহ্বান:
ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা

বাণিজ্যিক অবরোধ আরোপ

গাজার জনগণের প্রতি পূর্ণ মানবিক সহায়তা নিশ্চিত করা

আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে একঘরে করতে কূটনৈতিক তৎপরতা

ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ

বাংলাদেশের সরকারের প্রতি দাবি:
ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে অবস্থান পুনরায় স্পষ্ট করা

ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি বাতিল

গাজায় রাষ্ট্রীয়ভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো

জায়নবাদী পণ্য বর্জনে নির্দেশনা

ভারতীয় হিন্দুত্ববাদী শাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ

পাঠ্যপুস্তকে আল-আকসা ও ফিলিস্তিনের ইতিহাস অন্তর্ভুক্তি

মুসলমানদের ব্যক্তিগত অঙ্গীকার:
ঘোষণাপত্রে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়—ইসরায়েল-সমর্থিত পণ্য বর্জন, নতুন প্রজন্মকে সচেতন ও সংগ্রামরত করে গড়ে তোলা এবং ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার।

ঘোষণাপত্রের শেষাংশে গাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গাজাবাসীর সাহসিকতার প্রশংসা করে দোয়া ও সংহতি প্রকাশ করা হয়।

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram