‘ছোট পোশাক পরলেই মা খারাপ না, এটা আমার ছেলে জানুক’

টলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সাহসী পোশাক ও খোলামেলা দৃশ্যে অভিনয় করে তিনি বারবার শিরোনামে এসেছেন। তবে এসব নিয়ে ব্যক্তিজীবনে তার দৃষ্টিভঙ্গি কী।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আগে এসব মন্তব্য আমাকে বেশ প্রভাবিত করত। কিন্তু এখন আর করি না। সোশ্যাল মিডিয়ায় অনেকে শুধু নেতিবাচক মন্তব্য করে গুরুত্ব পেতে চান। যদিও একটি পোস্টে যেমন খারাপ মন্তব্য থাকে, তেমনি ভালো মন্তব্যও আসে। আমি ইতিবাচক দিকটিকেই গুরুত্ব দিই। এতে মন ভালো থাকে। তবে নজর এড়িয়ে যায় না কিছুই— পোশাক থেকে ব্যক্তিগত জীবন, সব কিছু নিয়েই কথা বলেন তারা।”

একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, “অনেকে বলেন, একজন মা হয়ে এমন পোশাক কীভাবে পরি বা বোল্ড ফটোশুট করি! কিন্তু আমি মনে করি, মা বলেই আমার অধিকার আছে নিজের মত করে নিজেকে প্রকাশ করার। আমার ছেলে সহজের জানা উচিত, তার মা ছোট পোশাক পরলেই খারাপ হয়ে যায় না। সে যদি আমাকে সম্মান করতে শেখে, তাহলে ভবিষ্যতে অন্য নারীকে দেখেও সম্মান করতে পারবে। কোনো নারীকে কেবল পোশাক দিয়ে বিচার করা একেবারেই ঠিক না। আমি মা হিসেবে চাই, আমার সন্তান সহানুভূতিশীল মানুষ হোক।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি। জীবন কখনোই একরৈখিক নয়— ওঠানামা থাকবেই। সেটা কাজের ক্ষেত্রেই হোক বা সম্পর্কের জায়গায়। এই চড়াই-উৎরাই না থাকলে জীবন একঘেয়ে হয়ে যাবে। খারাপ সময় থেকে শিখে সামনে এগোনোই বুদ্ধিমানের কাজ। আমি সেই চেষ্টাই করি। খারাপ সময়েও আশায় বুক বাঁধি— জানি, ভালো সময় আসবেই। আমার ভক্তদেরও বলব, ধৈর্য ধরুন, সময় বদলাবেই।”

উল্লেখ্য, প্রিয়াঙ্কা সরকার ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জিকে। তাদের একমাত্র সন্তান সহজ। বিয়ে, বিচ্ছেদ, এবং সম্পর্কের টানাপোড়েন— সব মিলিয়ে প্রিয়াঙ্কা-রাহুল জুটি সবসময়ই আলোচনায় থেকেছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram