ঢাবিতে নববর্ষের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ, যা পাওয়া ফুটেজে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফ—‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’তে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।

চারুকলা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতনামা ব্যক্তি কালো টি-শার্ট, বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরে ভোর ৪টা ৪৪ মিনিটে চারুকলার মাঝখানের গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং ৪টা ৪৬ মিনিটে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। ওই ব্যক্তির চুল পেছনে ঝুঁটি বাঁধা ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ব্যক্তি প্রথমে একটি তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেন এবং কিছু সময় পর আগুন দেখা যায়। ঘটনার পরপরই পুলিশ এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষার, সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং এবং সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী।

ফায়ার সার্ভিস জানায়, তারা ভোর ৫টা ৪ মিনিটে খবর পায় এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চারুকলা অনুষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নববর্ষের শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় তারা দুঃখপ্রকাশ করেছে।

এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram