জ্যোতির দুর্দান্ত সেঞ্চুরিতে টাইগ্রেসদের রেকর্ড সংগ্রহ

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝকঝকে সেঞ্চুরিতে ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগ্রেসরা, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নারীদের সর্বোচ্চ দলীয় স্কোর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি তোলে ২৭১ রান।

ইনিংসের শুরুটা অবশ্য খুব ভালো হয়নি। মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে ফিরেন। এরপর ফারজানা হক ও শারমিন আক্তারের ১০০ রানের জুটি দলকে এনে দেয় দৃঢ় ভিত। ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা।

শারমিন আক্তার পরে অধিনায়ক জ্যোতির সঙ্গে জুটি গড়েন আরও ১৫২ রানের। শারমিন ইনিংস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৬ বলে ৯৪ রানে, তবে দুর্ভাগ্যবশত সেঞ্চুরি মিস করেন মাত্র ৬ রানের জন্য।

অন্যদিকে জ্যোতি খেলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন জ্যোতি।

এই ম্যাচে বড় সংগ্রহ তুলে নিয়ে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা এখন তাকিয়ে আছে পরবর্তী ম্যাচগুলোর দিকে।

পরবর্তী সূচি:

১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram