চট্টগ্রাম কর আইনজীবী সমিতির একতরফা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নূর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মো. সালাহউদ্দিন, সৈয়দ ইফতেখার উদ্দিনসহ অন্য নেতারা।
আলহাজ্ব নূর হোসেন বলেন,‘চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিকভাবে ১৭ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়ে আসছে। কিন্তু এ বছর প্রহসনের মাধ্যমে একতরফাভাবে ‘ঐক্য পরিষদ’ ক্ষমতা দখল করেছে।’
তিনি অভিযোগ করেন, গত ৯ মার্চ নির্বাচন কমিশন ১০ এপ্রিল ভোটের তারিখ ঘোষণা করে। তবে মনোনয়নপত্র জমা দিতে গেলে ঐক্য পরিষদ ও বহিরাগতদের বাধার কারণে সম্মিলিত পরিষদ ও নিরপেক্ষ সংগঠনগুলোর প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারেননি। এতে সম্ভাব্য প্রার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত হন বলেও অভিযোগ ওঠে।
নূর হোসেন আরও বলেন,‘এতে করে দীর্ঘদিনের ভোটাধিকার-ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের সংস্কৃতি বিনষ্ট হয়েছে এবং সমিতির কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। আমরা চাই, দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক।’
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং এমনকি এই সংবাদ সম্মেলনেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।