চট্টগ্রাম কর আইনজীবী সমিতির একতরফা নির্বাচন বাতিলের দাবি

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির একতরফা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নূর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মো. সালাহউদ্দিন, সৈয়দ ইফতেখার উদ্দিনসহ অন্য নেতারা।

আলহাজ্ব নূর হোসেন বলেন,‘চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিকভাবে ১৭ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়ে আসছে। কিন্তু এ বছর প্রহসনের মাধ্যমে একতরফাভাবে ‘ঐক্য পরিষদ’ ক্ষমতা দখল করেছে।’

তিনি অভিযোগ করেন, গত ৯ মার্চ নির্বাচন কমিশন ১০ এপ্রিল ভোটের তারিখ ঘোষণা করে। তবে মনোনয়নপত্র জমা দিতে গেলে ঐক্য পরিষদ ও বহিরাগতদের বাধার কারণে সম্মিলিত পরিষদ ও নিরপেক্ষ সংগঠনগুলোর প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারেননি। এতে সম্ভাব্য প্রার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত হন বলেও অভিযোগ ওঠে।

নূর হোসেন আরও বলেন,‘এতে করে দীর্ঘদিনের ভোটাধিকার-ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের সংস্কৃতি বিনষ্ট হয়েছে এবং সমিতির কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে। আমরা চাই, দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং এমনকি এই সংবাদ সম্মেলনেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram