নিয়মিত চাঁদা, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৮৬৭ জন আইনজীবীর সদস্যপদ এবং ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ.কে.এম মকবুল কাদের চৌধুরী। তিনি জানান, বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির গঠনতন্ত্রের ৯ (১), ৯ (২) ও ৯ (৩) ধারা অনুযায়ী, দীর্ঘদিন চাঁদা, ভাড়া ও বিদ্যুৎ বিল না দেওয়ায় সদস্যপদ বাতিল করা হয়। একইসঙ্গে অপেশাদার আইনজীবীদের ১৭টি, ভাড়া-বিল বকেয়া থাকায় ১৬টি, চাঁদা না দেওয়ায় ২৩টি এবং দ্বৈত সদস্যপদের কারণে ২৭টি—মোট ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করা হয়েছে।
বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা ৭,৫২১ জন। আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে সদস্যপদ বাতিল হওয়া আইনজীবীরা ভোটাধিকার হারিয়েছেন। মকবুল কাদের জানান, তারা পূর্বেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি।
সূত্র জানায়, নোটিশের পর ৫৭ জন সদস্য চাঁদা পরিশোধ করলেও ৬০৮ জন বকেয়া রয়ে গেছেন। এছাড়া, মাত্র ২৮ জন চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এসব সদস্যদের সদস্যপদ ও চেম্বার বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।