চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় প্রকাশ্যে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী ষোলশহর ২ নম্বর গেইট থেকে রিকশাযোগে নন্দনকানন যাওয়ার পথে পাঁচলাইশ মডেল থানাধীন মার্কেন্টাইল ব্যাংকের সামনে পৌঁছালে দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার রিকশার গতি রোধ করে। তারা ধারালো ছোরার ভয় দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর পকেট থেকে নগদ ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তিনি পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হামজারবাগ এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।