ইসলামী শক্তির ঐক্য ছাড়া ইসলামী বিপ্লব সম্ভব নয়: মুফতি ইজহার

চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আজ ১৭ রমজান চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘ঐতিহাসিক বদর যুদ্ধ,আদর্শ রাষ্ট্র গঠনের চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির মহানগর আমির আল্লামা মঞ্জুরুল কাদের চৌধুরী। যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী ও সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি। তিনি বলেন,“এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠনে বদর যুদ্ধের চেতনা অনুসরণ করা জরুরি।”

ইফতার মাহফিলের উদ্বোধনী বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, “দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণের আগে, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষা এবং ভারতীয় আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী,আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য সম্পাদক ড. আবিদুর রহমান তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা আলী ওসমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর নেতা সাহাবুদ্দীন কামালী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী

এছাড়াও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বক্তারা ইসলামী শক্তির ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী চেতনায় দেশ গঠনের আহ্বান জানান। ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram