চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দলের নাম ভাঙিয়ে ফটিকছড়িতে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ অপর্কমে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন চাঁদাবাজদের ছাড় না দিতে। তিনি বলেন, শ্রমিকরা হচ্ছেন আমার আপনজন, তাদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎও থাকব।
তিনি (১৬ মার্চ) ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড় সিএনজি চালক সমিতি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
নাজিরহাট ঝংকার মোড় সিএনজি চালক সমিতির সভাপতি মো. সোলেয়মান শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট হাইওয়ে থানা ওসি শাহাব উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন, মাওলানা খোরশেদুল আলম, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মিঞা মোশাররফ, আনোয়ার চৌধুরী মশু, মো. হাসান, মহিন উদ্দিন, মহিন উদ্দিন মেসি, শেখ সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএনজি চালক সমিতি নেতা মো. আসলাম, মো. শাহজাহান, মো. জাবেদ, সফিউল আজম, মাসুদ রানা, মো. কামাল, মো. ইয়াকুব, মো. হাসেম, মো. আশরাফসহ আরো অনেকেই।