কক্সবাজারে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা

কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়া এলাকার মৃত আবদুর জলিলের ছেলে, দুই সন্তানের জনক এবং অটোরিকশা চালক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর জানান, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক নিয়ে বিরোধের কারণে মুজিবুর রহমান ও ইসলামপুর এলাকার মোঃ হোছনের ছেলে গোলাম মোস্তফার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। ঘাতকসহ তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram