চট্টগ্রামের ভবঘুরে একযুবকের ছুরিকাঘাতে আরেক যুবক নিহত হয়েছে। পরে স্থানীয়রা গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ করেছে সাকিল নামের ঐ যুবককে।
রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, তারা দুইজনই ভাসমান। তারা শাহ আমানত মাজার এলাকায় বসবাস করতো এবং পূর্বপরিচিত। একজন আরেকজনকে ছুরিকাঘাত করলে একজনের মৃত্যু হয়। ঘাতক শাকিলকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার চিকিৎসা চলছে। এ ঘটনায় শাকিলকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।