চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) ও মো. রুবেল (২৬)। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী মিজান গ্রুপের সদস্য।
পুলিশ জানায়, রবিবার (২ মার্চ) বিকেলে বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, হাঁসুয়া, ছুরি, ৫টি মোবাইল ও ১১০টি ইয়াবা উদ্ধার করা হয়।
নগর পুলিশের উপ-কমিশনার আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতি, চাঁদাবাজি ও জায়গা দখলের পরিকল্পনায় সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সন্ত্রাসী ছোট সাজ্জাদকে এখনো গ্রেপ্তার করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সে কৌশলী, তবে আমরা তাকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।