দুর্নীতি দমন কমিশন (দুদক) রেলওয়ে পূর্বাঞ্চলের তিনটি কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে। বিল এবং ভাউচার ছাড়া ভ্রমণব্যয় উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে রেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি তারা রেলওয়ে পূর্বাঞ্চলে প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণব্যয় উত্তোলন সংক্রান্ত একটি অভিযোগ পান। এর ভিত্তিতে রবিবার অভিযানে নেমে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া দুদক দলের সদস্যরা রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করেন।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। তিনি জানান, যদিও ভাউচার পাওয়া যায়নি, তবে রেজিস্ট্রার খাতায় ভ্রমণ বিল উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ‘রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় উত্তোলনের অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র যাচাইয়ের পর আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি। আমরা আরও যাচাই-বাছাই শেষে দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করব।’